নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ ২ জন নিহত হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা টাঙ্গাইল -বঙ্গবন্ধু সেতু রেললাইনের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ীর রেল ব্রীজের কাছ থেকে তার ফখরুল ইসলাম (২০) নামের এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে রাতের কোন এক অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন।
আরো পড়ুন – মির্জাপুরের আজগানা ইউপি চেয়ারম্যান কাদের সাময়িক বরখাস্ত
ফখরুল ইসলাম (২০) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের বাবুল মাস্টারের ছেলে। তিনি বগুড়া ক্যান্টমেন্টে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
মহাসড়কে যানজট থাকায় ওই সেনা সদস্য বাস থেকে নেমে ট্রেনের লাইনে হাটাহাটির সময় এ দূর্ঘটনা ঘটে ।
কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে তার মৃত্যু হয়েছে তাএখনো নিশ্চিত হওয়া যায়নি।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরো পড়ুন – টাঙ্গাইলে নামযজ্ঞ অনুষ্ঠানে হামলা, গ্রেপ্তার ২
অপরদিকে, টাঙ্গাইল সদর উপজেলার পয়লা এলাকায় ট্রেনে কাটা পড়ে খন্দকার আবুল কালাম (৪০) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। তিনি দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ।