টাঙ্গাইল শহরের পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রথম আন্তঃজেলা বিতর্ক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতা প্রদর্শন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের। বিশেষ অতিথি ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন। এছাড়া কবি ও অধ্যাপক তরুণ ইউসুফও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। আবৃত্তি, একক বিতর্ক, সনাতনী বিতর্ক ও ধারাবাহিক গল্প বলার ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রতিভা দেখান। সর্বোচ্চ ৭টি পুরস্কার জিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার লাভ করে সৃষ্টি একাডেমিক স্কুল।
দিনব্যাপী এ আয়োজনের ফলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল। আয়োজকরা আশাবাদ প্রকাশ করেছেন যে, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সাংস্কৃতিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











