মির্জাপুর প্রতিনিধি : আগামী ১০ অক্টোবর টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়রের শূণ্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রথমবার টাঙ্গাইলের কোন সম্পূর্ণ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দ্বারা ভোট গ্রহণ করা হবে।
রবিবার (৬ আগষ্ট) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমনের মৃত্যুতে পদটি শুন্য হওয়ায় এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মির্জাপুর উপজেলার নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দান, ১৪ সেপ্টেম্বর মনোয়নপত্র বাছাই ২১ সেপ্টেম্বর প্রত্যাহার এবং ১০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট নেয়া হবে।
গত ১১ ফেব্রæয়ারী মেয়র সাহাদৎ হোসেন সুমন অসুস্থ্যতাজনিত কারণে মৃত্যু বরণ করলে পদটি শুন্য হয়।
তখন থেকেই পরবর্তী মেয়র কে হবেন এ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা।
করোনা পরিস্থিতির কারণে তা কিছুদিনের জন্য নিরব থাকলেও এখন আবার নির্বচনী হাওয়া বইতে শুরু করেছে।
আগামী ডিসেম্বরে দেশের ২৩৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের ঘোষনা দেন নির্বাচন কমিশন।
এতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তোরজোর শুরু হয়ে যায়।
রবিবার নির্বাচন কমিশন সচিবালয় মির্জাপুর পৌরসভার মেয়রের শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করায় সম্ভাব্য প্রার্থী এবং রাজনৈতিক দলসমুহের মধ্যে হিসেব নিকেশ শুরু হয়ে গেছে।
তফসিল ঘোষনার খবর রাতে প্রচার হতে থাকলে সম্ভাব্য প্রার্থী এবং তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা শুরু করেছে।
মির্জাপুরে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হওয়ার খবরে ভোটারদের মধ্যেও এ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, মির্জাপুর পৌরসভার উপনির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে আমাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে।
রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসার এ ব্যাপারে যে ধরনের সহযোগিতা চাইবে প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে।
এবিষয়ে টাঙ্গাইলের নির্বাচন কমিশনার জানান, এটাই টাঙ্গাইলের প্রথম একটি পূর্ণ নির্বাচন ইভিএম দ্বারা ভোট গ্রহণ করা হবে।
এর আগে ভূঞাপুরের অর্জুনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম দ্বারা ভোট গ্রহণ করা হয়েছিল।
সম্পাদনা – অলক কুমার











