টাঙ্গাইল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) ঐতিহ্যবাহী টাঙ্গাইল স্টেডিয়ামে সকাল ৯টার দিকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ফাইনাল খেলা শুরু হয়। খেলা শেষে বিকাল ৫টার দিকে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের সভাপতি ফারুক হোসেন মানিক, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনসহ ক্রীড়া সংস্থার সব কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রথমে টসে জিতে থানা পাড়া স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ৫ উইকেটে ২৩৬ রান করে। পরে কাপাপো ক্রিড়া চক্র ২ ওভার হাতে রেখেই ৭ উইকেটে ২৩৭ রান করে জয় লাভ করে।