টাঙ্গাইল জেলার দেলদুয়ার ও ঘাটাইল উপজেলায় বৃহস্পতিবার (৪ জুন) বিকালে বজ্রপাতে আরো দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন- দেলদুয়ার উপজেলায় ধান কাটা শ্রমিক শাহাবুদ্দিন (৩৫)। তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার আলগাচর গ্রামের শহীদ মিয়ার ছেলে। ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে সাধুর গলগন্ডা গ্রামের কুদরত আলীর স্ত্রী ছখিনা বেগম (৪৬)।
জানা যায়, জেলার দেলদুয়ার উপজেলায় বৃহস্পতিবার বিকালে কয়েক জন শ্রমিক নান্দুরিয়া গ্রামের চকবাজার এলাকায় ধান কাটছিলেন। বিকাল ৫টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা একটি মেশিন ঘরে আশ্রয় নেন। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে শাহাবুদ্দিন ঘর থেকে বের হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাটাইল উপজেলা জামুরিয়া ইউনিয়নের সাধুর গলগন্ডা গ্রামের গৃহবধূ ছখিনা বেগম মাঠে গরু আনতে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। নাক-কান দিয়ে রক্ত বের হলে তাকে প্রথমে ঘাটাইল উপজেলা স্ব্যস্থ্য কমপ্লেক্স ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকাস্থ শামলী ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ৪ জুন (বৃহস্পতিবার) বজ্রপাতে মোট চারজনের মৃত্যু হয়।