টাঙ্গাইলে বিএনপি’র ৩ নেতার নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৃহত্তর সন্তোষের প্রতিবাদী ও শান্তিকামী নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি করেন।
এসময় ভূক্তভোগী পরিবারের সদস্য মনিরুজ্জামান, মাছুম আহমেদ, গফুর সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জুবায়ের হোসেন, গোলাম রাব্বানী ও শাহ আলম দীর্ঘদিন ধরে স্বচ্ছভাবে বিএনপি’র রাজনীতি করে আসছেন। গত শনিবার একটি চাঁদাবাজির মামলায় বিএনপি’র ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্ত এ মামলাটি কাল্পনিক ও ভুয়া। যা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের নাশকতা ও বিস্ফোরক মামলা দেওয়া হতো। এই মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী নজরুল ইসলাম প্রথমে গ্রেপ্তারকৃত দুই জনকে নির্যাতন করে বিএনপি’র ৩ জনের নাম বলতে বাধ্য করান। গ্রেপ্তার হওয়ার পর তাদের খাবার দিতে গেলে প্রথমে পুলিশ বাঁধা দেয়। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের বিচারের দাবি করছি। একই সাথে তাদের মুক্তির দাবি করছি।
পরে ভূক্তভোগী পরিবারের সদস্যরা টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত ৩ বিএনপি’ নেতার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন।