নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনঃনির্বাচনের দাবিতে শহরে কালো পতাকা মিছিল করেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বেপারীপাড়া থেকে কালো পতাকা হাতে একটি মিছিল নিয়ে শহরে প্রবেশ করতে চাইলে শান্তিকুঞ্জ মোড়ে পুলিশ বাঁধা দেয়।
আরো পড়ুন – সাবেক কৃষিমন্ত্রী ও তার ভাইদের বিরুদ্ধে আ’লীগ নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ
পরে সেখানেই নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ প্রমুখ।
বক্তারা বলেন, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
ওরা যতই অত্যাচার, জুলুম ও নির্যাতন করুক আমরা এ সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবোনা।