নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছরপূর্তিতে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করছে জেলা বিএনপি।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে শহরের বেপারীপাড়া এলাকার সামনে একত্রিত হতে থাকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, বিএনপির সহ-সভাপতি মাহমুদুল হক সানু প্রমুখ।
এতে অংশ নেন বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক হামিদ তালুকদার, শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একে এম মনির হোসেন, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাবেক ছাত্রদলনেতা শাহীন চৌধুরীসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগ করা উচিত। তা না হলে দেশে গণতন্ত্র ফিরবেনা। তারা অবিলম্বে পদত্যাগ দাবি করেন।
এসময় তারা ৩০ জানুয়ারী টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী মাহমুদুল হক সানুকে ভোট দিতে আহবান জানান।
এসময় বক্তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুণনির্বাচনের দাবি করেন।