টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ১৫ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেতকা আমিন বাজার এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সাধাধণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
টাঙ্গাইল শহরের ১৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল্লাহ হেল বাছেদ শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক এডভোকেট রকসি মেহেদী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, সিনিয়র যুগ্ম সম্পাদক খালেদা আক্তার স্বপ্না প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ১৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলাল।
সভায় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্বের বিকল্প নেই। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হবে। এ লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা জনগণের মধ্যে তুলে ধরতে হবে৷ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে।











