নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় জেলা ক্রীড়া অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
টাঙ্গাইল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. নূরুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।
জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন।
ক্রীড়া প্রতিযোগিতায় টাঙ্গাইল হাইকেয়ার বধির স্কুল, টাঙ্গাইল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, সমন্নিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম এবং রান ডেভেলপমেন্ট ফতেপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শেষে পাঁচটি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার দেয়া হয়। সম্পাদনা – অলক কুমার