টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রেতাকে এক মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান। বুধবার সকালে (১৩ ফেব্রুয়ারি) পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে এ ঘটনা ঘটে।
এরা হলেন পৌরসভার ভাল্লুক কান্দি এলাকার নালচান খার ছেলে নুর এবং একই এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার।
জানা যায, বেড়াডোমা এলাকায় গরুর মালিক বাছেরের একটি বকরা গরু মারা যায়।এরপর পাশেই মরা গরুটি ফেলে রাখেন।সেখান সারা রাত পাহারা দেয়। ঘটনাস্থলে ভোরে তিনজন মিলে গরুটি চামড়া ছিলিয়ে রিকসা যোগে বাজারে নিয়ে এসে বিক্রি করছেন।
এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে উপপরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল বলেন , পৌর এলাকার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে দিলু মিযার মাংস ঘরে মরা গরুর মাংস বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে আমাদের উপস্থিতি লক্ষ করে মাংস ব্যাবসায়ীর মালিক দিলু মিয়া পালাতক হয়। এরপর তাত্ক্ষণিকভাবে হাতে নাতে মরা গরুর মাংস জব্দ করে দুজনকে ভোক্তা অধিদপ্তরের কাযালয়ের সামনে নিয়ে আসা হয়।
সেখানে সহকারি কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান মাংস বিক্রেতা নুরু মিয়ার ছেলে আনোয়ারকে এক মাসের কারাদন্ডে দন্ডিত্ব করেন এবং ৫০০০ টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলার ভেটেনারি ডাক্তার মো,শাহিন আলম, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল,জেলা ইন্সপেক্টর মো, নজরুল ইসলাম এবং পৌরসভার কসাই ইন্সপেক্টর সোহেল হোসেন প্রমুখ