নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
রবিবার (৩০ এপ্রিল) প্রথম দিনে শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে বাংলআ প্রথম পত্র পরীক্ষা।
পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস ও নকল প্রতিরোধে প্রশাসনের পক্ষ হতে নেয় হয়েছে কঠোর নজরদারী।
টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সহ অনান্য কর্মকর্তারা সদর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
আরো পড়ুন –
এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, সরকারী নিদের্শনায় প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে ব্যাপক নিরাপত্তামুলক ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ও এর আশপাশের এলাকা কঠোর নজরদারীতে রাখা হয়েছে।
এ বছর টাঙ্গাইল জেলায় মোট ১৭৯টি কেন্দ্রে এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে।
এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ২২২ জন। সম্পাদনা – অলক কুমার