নিজস্ব প্রতিবেদক : ৩১ বার তোপধ্বনি, ফুলেল শ্রদ্ধাঞ্জলি, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
শনিবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ বেদীতে প্রথমে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান।
এর পর পরই পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার; সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ হোসেন; টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর; সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী; টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়াও বিভিন্ন রাজনীতিক, সামাজিক এবং সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদদের প্রতিশ্রদ্ধা জানানো ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সকাল ৮টায় টাঙ্গাইল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এরপর শহীদ স্মৃতি পৌর উদ্যানে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্পাদনা – অলক কুমার