টাঙ্গাইল শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে যৌনপল্লী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
শাহ জনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি। তিনি টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর পাড়ার ইসরাফিলের ছেলে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ জনিকে যৌনপল্লী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় শহরের সিটি ব্যাংক (মদের ঘর মোড়) এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় খোকন আহমেদ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় মোট ২৩০ জনকে আসামি করা হয়, যার মধ্যে অজ্ঞাত ১৫০-২০০ জনও অন্তর্ভুক্ত। সেই মামলায় শাহ জনিকে গ্রেপ্তার করা হয়েছে।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




