টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
র্যাবের অভিযানে টাঙ্গাইল সদর থানার পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী হাবিবুর রহমান (৩২) গ্রেফতার হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মামলার বাদী একজন বিধবা নারী। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর হাবিবুর রহমান ভিকটিমের সঙ্গে ইসলামী শরিয়ার অনুযায়ী বিবাহ করেন। তবে বিবাহের পর ভিকটিম জানতে পারেন যে আসামী পূর্বে বিবাহিত এবং দুই সন্তানের পিতা, বিষয়টি গোপন রেখেই তাকে বিবাহ করেছে। পরে হাবিবুর রহমান কর্মস্থলের উদ্দেশ্যে সৌদি আরব চলে যান। দেশে ফিরে তিনি ব্যবসার জন্য ভিকটিমের পিতার নিকট পাঁচ লাখ টাকা যৌতুক দাবী করে এবং ভিকটিমকে শারীরিক নিযন্ত্রণের মাধ্যমে বাবার বাড়িতে পাঠান।
ভিকটিম তার স্বামী হাবিবুর রহমানের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন এবং টাকা আত্মসাৎ সংক্রান্ত আরেকটি মামলা করেন। অভিযোগ, হাবিবুর ভিকটিম ও তার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি প্রদান করেন। ১২ নভেম্বর তিনি ইমো অ্যাপের মাধ্যমে আপত্তিকর ভিডিও পাঠান এবং ভিকটিমের বাসস্থানের প্রতিটি ঘরে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
ভিকটিমের মামলার প্রেক্ষিতে ১৭ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়। এরপর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল আভিযানিক দল তার অবস্থান শনাক্ত করে এবং শনিবার তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হাবিবুর রহমানকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











