টাঙ্গাইলে র্যাবের পৃথক অভিযানে দুইটি ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ও সন্ধ্যায় ঘাটাইল উপজেলার ক্যান্টনমেন্ট বাজার ও রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প। গ্রেপ্তারকৃতরা হলেন— কুড়িগ্রামের রৌমারীর শাহজাহান আলী (৪০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার রাসেল (২৪)।
র্যাব জানায়, কুড়িগ্রামের রৌমারী থানায় দায়ের হওয়া মামলার আসামি শাহজাহান আলী বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করেন। আদালতের নির্দেশে মামলাটি রৌমারী থানায় নথিভুক্ত হলে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল ক্যান্টনমেন্ট বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, গাজীপুরের শ্রীপুর থানায় দায়ের হওয়া গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামি রাসেল (২৪) কে টাঙ্গাইলের রসুলপুর এলাকা থেকে র্যাব-১৪ ও র্যাব-১ যৌথ অভিযানে আটক করে। অভিযোগে বলা হয়, প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে ভুক্তভোগীর ভাড়া বাসায় ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত রাসেল।
গ্রেপ্তারকৃত দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।