টাঙ্গাইলে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪’ উপলক্ষে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল।
রোববার (২০ জুলাই) দুপুরে জেলা কৃষকদলের উদ্যোগে টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট হেলিপ্যাড চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ জন শহীদের স্মরণে ৭টি গাছের চারা রোপণ করা হয়।
পরে একটি মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয় নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা কৃষকদলের আহ্বায়ক দীপু হাদার খান ও সদস্য সচিব সামিমুর রহমান খান প্রমুখ।
এ সময় জেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে গণতান্ত্রিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।