বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নূরানী মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিক্সন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসনাত শিল্পি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাইম আদনান মাহমুদ, গালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব খোরশেদ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় নেতারা শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন এবং আরও বেশি করে গাছ লাগাতে উৎসাহিত করেন।