করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষ। তার ব্যতিক্রম নয় পরিবহণ শ্রমিকরা। পরিবহণ শ্রমিকরা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে দারিদ্র সীমার নীচে নেমে গেছে। পরিবার পরিজন নিয়ে বিপর্যস্ত সেই সকল শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিনি সেই সকল শ্রমিকদের উপহার সামগ্রী দিয়েছেন।
শনিবার (০৯ মে) শহরের বেবীস্ট্যান্ড এলাকায় সেই সব শ্রমিকদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, লবন, তেঁল ও আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন, বেবীস্ট্যান্ড ট্রাক চালক সঞ্চয় সমিতির সভাপতি মো. খোরশেদ ও সাধারণ সম্পাদক মো. শাজাহান, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভিপি ইসতিয়াক আহমেদ রাজিব, টাঙ্গাইল শহর যুবলীগের সাবেক আহবায়ক রিয়াদ হাসান দুলাল, শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো. নাসিরসহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।