টাঙ্গাইলে প্রতিদিনই বেড়ে চলেছে নতুন নতুন করোনা সংক্রমণের সংখ্যা। আর এই সংক্রমনের গতি উর্ধ্বমুখী। গত ১২ জুন টাঙ্গাইল থেকে মাত্র ৭০টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তারমধ্যে ২০টি পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার মোট শনাক্তের সংখ্যা ৩৯৯ জন। সোমবার (১৯ জুন) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, গত ১২ জুন তারিখে পাঠানো ৭০টি নমুনা পাঠানো হয়েছিল। তন্মোধ্যে ২০টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মির্জাপুর উপজেলায় ১৫টি, সদর উপজেলায় ৩টি, সখিপুর উপজেলায় ১টি, ধনবাড়ী উপজেলায় ১টি পজিটিভ শনাক্ত হয়েছে।
এই ২০টি সহ টাঙ্গাইলে সর্বমোট পজিটিভ ৩৯৯টি। এর মধ্যে এর মধ্যে মির্জাপুর ১১০, সদর ৬২, নাগরপুর ৩৩, কালিহাতী ৩২, মধুপুর ২৮, দেলদুয়ার ২৮, ধনবাড়ী ২২, ঘাটাইল ২১, গোপালপুর ২১, ভূঞাপুর ১৯, সখিপুর ১৫ এবং বাসাইল ৮।
এই সময়ে টাঙ্গাইলে ৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৭ জন।