টাঙ্গাইলে বাসাইল উপজেলার সদর ইউনিয়নে অভিযানে ৪ জন জোয়ারিকে গ্রেপ্তার করেছে বাসাইল থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর ) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানার এসআই মো. মনজুরুল হাসান খানের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর বাজারেরপাশে বংশাই নদীর রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাস দ্বারা জুয়া খেলা সময় ৪ জুয়ারীকে গ্রেপ্তার করা হয়। এসময় ২/৩ জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলো – উপজেলার মিরিকপুর পশ্চিমপাড়ার মৃত ছবদেল মিয়ার ছেলে মো. সুলতান মিয়া (৪৮), মৃত. মোসলেম মিয়ার ছেলে মো. জামাল মিয়া (৪৬), রাসড়া উত্তরপাড়ার মো. ফয়েজ সিকদারের ছেলে মো. আমিনুল সিকদার (৪১), আবুল হোসেনের ছেলে মো. সোহেল মিয়া (৪৪)।
এসময় ৫২টি খেলার তাস, নগদ তিনশত ২০ টাকা, চারটি মোমবাতি এবং দুইটি লাইটার জব্দ করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং আমাদের এ অভিযান চলমান থাকবে।











