টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আলোচিত ডাকাতির ঘটনার মূলহোতা রাসেল পারভেজ স্বাধীন (৩৪) গ্রেপ্তার হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি ভাঙ্গারপাড় এলাকা থেকে তাকে আটক করে। তিনি ওই ইউনিয়নের বাগবাড়ি গ্রামের সেকান্দরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি রাতে বাগবাড়ি গ্রামের দুলাল মেম্বারের বাড়িতে আন্তঃজেলা ডাকাত দল হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ ১ লাখ টাকা, ১ ভরি স্বর্ণের চেইন, ৮ ভরি রুপা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পরদিন ভুক্তভোগী দুলাল মেম্বার ভূঞাপুর থানায় ডাকাতির মামলা দায়ের করেন।
পরে এই ঘটনায় সরাসরি জড়িত ৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ। তাদের দেয়া তথ্যে উঠে আসে ঘটনার মূল পরিকল্পনাকারী স্বাধীন মাস্টারের নাম।
ভুক্তভোগী দুলালের ছেলে বেনজির ইসলাম রেসি সাংবাদিকদের বলেন,
“খুব ভয়ংকরভাবে ফিল্মি স্টাইলে আমাদের বাড়িতে ডাকাতি করে। পরে পুলিশ চারজনকে আটক করে। তাদের দেয়া তথ্য মতে মূলহোতা আমাদের এলাকার স্বাধীন মাস্টার। মামলা তুলতে আমাদেরকে নিয়মিত ফোনে হুমকি দিত সে। আজকে অবশেষে স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন,
“এই ঘটনায় জড়িত চারজনকে আগেই গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছিল। তাদের দেয়া তথ্যে মূলহোতা স্বাধীন মাস্টারকে শনিবার সকালে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।”