টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হলেন জেলার মির্জাপুর থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান। বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ সভায় তাকে মার্চ মাসের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়। জেলায় ১৪টি থানায় ও ছয়টি ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি মাদক উদ্ধার ও মাদক কারবারী গ্রেপ্তারের কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তা হিসেবে মনোনীত হন।
বুধবার দুপুরে মো. হাফিজুর রহমানের হাতে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারীর সম্মাননার ক্রেস্ট তুলে দেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম পিপিএম-সেবা (প্রশাসন ও অর্থ) মো. আবিদুল ইসলাম পিপিএম-সেবা (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল (ট্রাফিক) ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, সকল সার্কেল ও সকল থানার ওসিগণ উপস্থিত ছিলেন।
মির্জাপুর থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান বলেন, সব পুরষ্কারই দায়িত্ব বাড়ায়। এজন্য তিনি তাঁর থানার ওসিসহ থানায় কর্মরত সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি পুলিশ সুপার মির্জানুর রহমান ও সার্কেল এসপি এবং অফিসার ইনচার্জের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলেন, উনাদের সঠিক দিক নির্দেশনা ও সহযোগিতা না পেলে এই অর্জন সম্ভব হতো না। এসময় তিনি এই অর্জনের ধারা অব্যাহত রাখতে সর্বদা সচেষ্ট থাকবেন বলেও জানান।