আগামী পাঁচ দিন সারা দেশে থেমে থেমে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। এ ছাড়া আজ শনিবার সারাদিন গরমের তীব্রতা থাকলেও আগামীকাল রবিবার থেকে দেশের তাপমাত্রা কমতে শুরু করবে।
শনিবার (১২ জুলাই) সকালে এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।
এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে এবং এ সময় তাপমাত্রা কমবে। সোমবার ও মঙ্গলবারও দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। তবে বুধবারের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে হাতিয়ায় ১৩ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা টাঙ্গাইল ও বান্দরবানে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।