স্বাস্থ্য প্রতিবেদক : করোনাভাইরাসের টিকা দেওয়ার পর ভ্যাকসিন সিরিঞ্জেই থেকে যাচ্ছে। টিকা গ্রহীতাদের শরীরে ভ্যাকসিন যাচ্ছে না বা প্রবেশ করছে না।
গত রোরবার (০১ আগস্ট) এরকম ঘটনা ঘটেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এইভাবে টিকা দেওয়ার অভিযোগ উঠেছে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনের বিরুদ্ধে।
এঘটনায় অভিযুক্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনকে সাময়িকভাবে অব্যহতি দেয়া হয়েছে।
ওই দিনই ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে সোমবার জেলা সিভিল সার্জন অফিসে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।
জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নং বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন।
এসময় সাজেদা আফরিন টিকা গ্রহণকারীদের শরীরে শুধু সুই পুশ করে ভ্যাকসিন প্রবেশ না করিয়ে সিরিঞ্জ ফেলে দিচ্ছিলেন।
এসময় বিষয়টি এক যুবকের নজরে আসে। ঘটনাটি আবাসিক চিকিৎসক ডা. শামিমকে জানানো হলে তিনি পরিত্যাক্ত সিরিঞ্জগুলো বাছাই করে ২০টি সিরিঞ্জের ভেতর সম্পূর্ণ ভ্যাকসিনের উপস্থিতি দেখতে পান।
তিনি নিশ্চিত হন সুই পুশ করা হলেও ভ্যাকসিন শরীরে প্রবেশ করানো হয়নি।
অভিযুক্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন জানান, ‘অনেক লোকের চাপ ছিল। অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে গেছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শামিম জানান, বিষয়টি অনাকাঙ্খিত। আলামত সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। দোষী সাব্যস্থ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর কুমার জানান, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তাকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে। সম্পাদনা – অলক কুমার