মোবাইল ফোনের বৈধ আমদানি সহজ করা এবং শুল্কহার কমানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি এক যৌথ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। গত ১ ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত সভায় মোট সাতটি নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিএমইটি কার্ডধারী প্রবাসীরা ট্যাক্স ছাড়া মোট তিনটি মোবাইল ফোন দেশে আনতে পারবেন—এর মধ্যে নিজের ব্যবহারের ফোনসহ অতিরিক্ত দুটি নতুন ফোন থাকবে। চতুর্থ ফোন থেকে শুল্ক প্রযোজ্য হবে। যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি একটি অতিরিক্ত ফোন ফ্রি আনতে পারবেন; তবে কেনার কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
এ ছাড়া ৬০ দিন পর্যন্ত প্রবাসীরা রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহার করতে পারবেন। দেশে অবস্থান ৬০ দিনের বেশি হলে ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
সভায় আরও জানানো হয়—
-
বৈধ পথের মোবাইল ফোন আমদানির শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে, যাতে দাম কমে আসে।
-
স্থানীয়ভাবে উৎপাদিত ফোনের শুল্ক-ভ্যাটও সমন্বয় করা হবে।
-
ক্লোন ফোন, চুরি হওয়া ফোন ও রিফারবিশড ফোনের আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।
-
১৬ ডিসেম্বরের আগে অবৈধভাবে আনা কিন্তু বৈধ আইএমইআই নম্বরযুক্ত স্টক ফোন হ্রাসকৃত শুল্কে বৈধতার সুযোগ পাবে (ক্লোন ও রিফারবিশড নয়)।
-
১৬ ডিসেম্বরের আগে চলমান কোনো ফোন বন্ধ হবে না—এ নিয়ে গুজবে কান না দিতে বলা হয়েছে।
-
নতুন NEIR সিস্টেম চালুর পর বৈধ আইএমইআইবিহীন ফোন বাজারে নিষিদ্ধ হবে।
এছাড়া সাইবার অপরাধ প্রতিরোধে নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। সভায় জানানো হয়, বিমানবন্দর ও স্থলবন্দরে চোরাচালান রোধে নজরদারি আরও জোরদার করা হবে।











