বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. মজিবুর রহমান। এর আগে তিনি বিএইসির সদস্য (জীব বিজ্ঞান) হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল সোমবার (১৮ আগস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশে কৃষি ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে গবেষণা পরিচালনার জন্য ১৯৬০-এর দশকে পারমাণবিক শক্তি কেন্দ্রের যাত্রা শুরু হয়। ১৯৭২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) সদস্যপদ গ্রহণ করে। ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন স্থাপিত হয়।
ড. মো. মজিবুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।