বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক যাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে ডি-ফ্যাবের সদস্যদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে ডা. জাহিদ এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “১৮ মাস ধরেই দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। তবে সহসাই মনোনয়ন চূড়ান্ত করা হবে।”
ডা. জাহিদ হোসেন নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনাকে আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, “মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে।”