ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঘটনাটি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম। তার তথ্য মতে, বুধবার রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, অজ্ঞাত সন্ত্রাসীরা প্রথমে রাফিয়ার বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর কেরোসিন ও পেট্রোলসহ দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভিডিওটি সম্পাদনার মাধ্যমে আগুনের পরিমাণ বাড়িয়ে দেখানো হয়েছে।
ঘটনা সম্পর্কে যোগাযোগ করা হলে ডাকসু নেত্রী রাফিয়া জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে এবং তারা ইতোমধ্যে আইনি ব্যবস্থা নিচ্ছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, বুধবার রাতে ঢোলাদিয়া এলাকায় রাফিয়ার বাসার সামনে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় রাফিয়ার পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।











