ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর থেকে অচল হয়ে পড়ে রাজধানীর নিউমার্কেট এলাকা। সংঘর্ষের সময় বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাট ও যান চলাচল। বিকাল চারটার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
দুপুরে শুরু হওয়া এই উত্তেজনা ধীরে ধীরে রূপ নেয় সংঘর্ষে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন, অপরদিকে লাঠিসোটা নিয়ে সিটি কলেজের সামনে জড়ো হন আরেকদল শিক্ষার্থী। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা ৩টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ এবং মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার ধানমন্ডিতে তাদের এক সহপাঠীকে মারধর করে কয়েকজন যুবক, যাদের মধ্যে একজন সিটি কলেজের শিক্ষার্থী বলে দাবি করেন তারা। সেই ঘটনার জেরে আজকের সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে এখন পর্যন্ত শিক্ষার্থীসহ অন্তত ৮ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।