দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের কোটবাড়ী বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে মহাসড়কের দুইপাশে তীব্র যানজট দেখা দেয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রী ও চালকরা। এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার বোনের কান্না আর নয়’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘খুনি কেন বাহিরে, ইনটেরিম জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভে অংশ নেন কুমিল্লা সরকারি কলেজ, লালমাই সরকারি কলেজ ও সিসিএন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্নস্থানে বহু ধর্ষণের ঘটনা ঘটছে। অনেক সময় আত্মসম্মানের ভয়ে ভুক্তভোগীর পরিবার ধর্ষণের ঘটনা সামনে আনছে না। শুধু তাই নয়, টাকা-পয়সা ও হুমকি-ধামকি দিয়ে মামলা থেকে ভুক্তভোগী পরিবারকে বিরত রাখা ঘটনাও ঘটছে। ফলে পার পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা।
এ ছাড়া সুষ্ঠু বিচার না হওয়ায় বার বার ঘটছে এসব ঘটনা। আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি হলে কেউ ধর্ষণের মতো জঘন্য কাজ করতে সাহস পেতো না। আমরা চাই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যেন কেউ আর এমন ন্যাক্কারজনক কাজ করতে না ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীরাসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদ জানিয়ে সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুইপাশে প্রায় ৬ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থালে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা অবরোধ উঠিয়ে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।