খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদা আক্তার লাকিকে (৪২) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ভাটারা থানার পুলিশ একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি দীঘিনালা থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর লাকিকে দীঘিনালা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাহমুদা আক্তার লাকি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।