তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের আগের রায়কে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছে দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মত সিদ্ধান্তে রায় দেন। পর্যবেক্ষণে আদালত জানান, পূর্বের রায়ে ‘একাধিক ত্রুটি ছিল’ এবং সেটিকে ‘কলঙ্কিত’ বলে আখ্যায়িত করেন।
রায়ে বলা হয়েছে, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত হওয়া সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছেদ ২(ক)-এর তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত বিধানাবলী পুনরুজ্জীবিত ও সক্রিয় হলো। তবে এসব বিধান অনুচ্ছেদ ৫৮(খ)(১) ও ৫৮(গ)(২)-এর আলোকে প্রয়োগ সাপেক্ষে কার্যকর হবে।
আদালত আরও স্পষ্ট করেছেন, পুনঃস্থাপিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা শুধুমাত্র ভবিষ্যৎ প্রয়োগের ক্ষেত্রে কার্যকর থাকবে।











