তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (১৮ মার্চ) সংগঠনটির এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, উপদেষ্টা মাহফুজ আলম ইসলামি শক্তিকে সহ্য করতে পারছেন না। তিনি আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে কটাক্ষ করেছেন। ফলে তার উপদেষ্টা পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই।
তিনি আরও বলেন, মাহফুজ আলম জাতীয় ঐক্য ও সংহতি নষ্ট করেছেন এবং একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। সরকারের মুখপাত্রের দায়িত্ব পালনের বদলে তিনি হেফাজত, জামায়াত, বিএনপি ও গণঅধিকার পরিষদের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন, যা অনৈক্য সৃষ্টি করছে।
সংগঠনের পক্ষ থেকে সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানানো হয়। প্রয়োজনে নতুন ও নিরপেক্ষ সরকার গঠন করা উচিত বলেও মন্তব্য করেন রাশেদ খান।
সংবাদ সম্মেলনে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিও জানানো হয়। গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও জনাব মাহফুজ আলমকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।