‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’—এমন স্লোগানে মুখর ছিল ঢাকার আদালতপাড়া। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বিএনপিপন্থী আইনজীবীরা রাজধানীর মহানগর দায়রা জজ আদালত এলাকায় মিছিল করেন।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে শতাধিক আইনজীবী এতে অংশ নেন। মিছিলটি ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে শুরু হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও মহানগর দায়রা জজ আদালত এলাকা ঘুরে পুনরায় বার সমিতির সামনে এসে শেষ হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরাও এতে যোগ দেন। মিছিলে অংশ নিয়ে সৈয়দ নজরুল ইসলাম বলেন, “গণতন্ত্র রক্ষায় তারেক রহমানের দেশে ফেরা সময়ের দাবি। জনগণ তার প্রত্যাবর্তন চায়, আমরাও অপেক্ষায় আছি।”
আইনজীবীরা বলেন, এদেশে ‘ফ্যাসিবাদী শক্তির’ পুনরুত্থান ঠেকাতেই তারা এই কর্মসূচি পালন করছেন।