বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো দল যদি বাংলাদেশের সংবিধান ও আইন মেনে রাজনীতি করে, তাহলে সেটিতে কোনো সমস্যা বা উদ্বেগের কারণ নেই।
বিবিসি বাংলার সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক। বিএনপি বিভিন্ন সময় অংশ নিয়েছে, প্রতিযোগিতা করেছে, এতে কোনো উদ্বেগ নেই।”
সাক্ষাৎকারে জামায়াতে ইসলামী ও অন্যান্য দল নিয়ে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ইলেকশন হলে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। বিএনপি আগেও নির্বাচন করেছে, উদ্বেগের কোনো কারণ নেই।”
তিনি আরও উল্লেখ করেন, “’৭১ সালের কোনো বিতর্কিত রাজনৈতিক ভূমিকার জন্য সংশ্লিষ্ট দল নিজেই দায়বদ্ধ, আমি তার জবাব দিতে পারব না। ২০২৪ সালের হত্যাকাণ্ড ও অন্য ঘটনাগুলোর জবাবও সংশ্লিষ্টদেরই দিতে হবে।”
তারেক রহমানের এই মন্তব্য প্রতিফলিত করছে, বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি সংবিধান ও আইনের মধ্যে থেকে প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করবে।