সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে যেসব অশ্লীল ও অশ্রাব্য স্লোগান দেওয়া হচ্ছে, তার পরিণতি ভালো হবে না।
শনিবার (১২ জুলাই) বেলা সোয়া ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘যারা টিনের চালে কাউয়া তারেক রহমান, ১২৩৪ তারেক রহমানের…, কিংবা চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে— এমন স্লোগান দিচ্ছেন, তারা যদি ভাবেন প্রতিপক্ষ থেমে থাকবে, তবে ভুল করছেন।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এভাবে চলতে থাকলে ছাত্রদল-যুবদলও পাল্টা স্লোগান দিতে পারে। তখন রাজনীতি আর শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকবে না। অতীতের খুর-চাপাতি-রামদা থেকে শুরু করে একে-৪৭ স্নাইপারের মতো ভয়ঙ্কর ঝুঁকি ফিরে আসতে পারে।’
গোলাম মাওলা রনি আরও লিখেছেন, ‘সবচেয়ে লাভবান হবে তারা, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে জঙ্গি তকমা দিতে চায়, যাতে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে পারে।’
তিনি সবার প্রতি দায়িত্বশীল রাজনীতির আহ্বান জানান।