ইরানের রাজধানী তেহরান থেকে প্রথম দফায় ২৮ জন বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান-ইসরায়েল সংঘাতের কারণে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে গত ২৫ জুন সড়কপথে ২৮ জন বাংলাদেশিকে তেহরান থেকে পাকিস্তান সীমান্ত হয়ে করাচিতে আনা হয়।
পরে তারা করাচি থেকে দুবাই হয়ে বিমানযোগে ঢাকায় ফিরে আসেন। এভাবে ধাপে ধাপে stranded বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।