জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে প্রতারণা, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘ক্রাইম এডিশন’ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে আফ্রিদির নানা কুর্কীতি এবং ইউটিউবার ও ব্লগারদের জোর করে রাজনৈতিক কাজ করানোর তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন আরেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ।
স্বপন আহমেদ জানান,
প্রায় এক বছর তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ডিবির হাতে ছিল। প্রথম দিন ডিবি অফিসে গেলে তাকে সতর্ক করা হয় আফ্রিদির বিরুদ্ধে কথা না বলার জন্য।
তার অভিযোগ, তিনি আলেমদের পক্ষে ও ভারতের বিরুদ্ধে কনটেন্ট তৈরি করায় আফ্রিদি তাকে বাধা দেন এবং আওয়ামী লীগের পক্ষে কনটেন্ট বানানোর জন্য চাপ দেন। নির্দেশ না মানায় তাকে মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছিল।
স্বপন আরও জানান, তাকে ব্যঙ্গ করে কটূক্তিও করা হয়। যদিও শেষ পর্যন্ত এসব মামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তিনি আদালতে মুক্তি পান।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।