দেশে বাড়তে থাকা গ্যাসের চাহিদা পূরণে দক্ষিণ কোরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৬০৮ কোটি ১৪ লাখ ৯ হাজার ১৫২ টাকা।
মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
সূত্র জানায়, পেট্রোবাংলা এক কার্গো এলএনজি সরবরাহে চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করে। প্রস্তাব মূল্যায়ন শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে দক্ষিণ কোরিয়ার POSCO International Corporation নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটি ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সরবরাহ করবে।
এর আগে ২০ মে অনুষ্ঠিত বৈঠকে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির আরেকটি প্রস্তাব অনুমোদিত হয়। সে অনুযায়ী, সিঙ্গাপুরের Gunvor Singapore Pte Ltd থেকে এক কার্গো এলএনজি আমদানির চুক্তি হয় ৫৮৬ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৫৯ টাকায়।
সরকার গ্যাস আমদানিতে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক বাজার থেকে প্রতিযোগিতামূলক দর বেছে নিচ্ছে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রে।