টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে শনিবার ২২ নভেম্বর সকালে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কয়েক ঘণ্টাব্যাপী এ শোভাযাত্রা পুরো উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
জামায়াতে ইসলামীর মজলিশে শুরা সদস্য এবং টাঙ্গাইল জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শোভাযাত্রাটি পরিচালনা করেন কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ আলী ও উপজেলা সেক্রেটারি এস এম এনামুল হক। উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মোটরসাইকেল আরোহী এতে অংশ নেন।
শনিবার সকাল সাড়ে ১০ টায় এলেঙ্গার সরকারি শামসুল হক কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর এটি যমুনা সেতু, গরিলাবাড়ি ঘাট, সল্লা, দেউপুর, নারান্দিয়া, পালিমা, ধুনাইল, বাগুটিয়া, কালিহাতী বাসস্ট্যান্ড, চারান, কস্তুরিপাড়া, ভিয়াইল, পারখী ও বর্গাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।
পথসভাগুলোতে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, লাগামহীন দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ আজ চরম সংকটে রয়েছে। কালিহাতীর সাধারণ মানুষের জীবনযাত্রাও চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও ছিনতাইয়ের ভয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে মুক্তির পথ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া।
তিনি আরও বলেন, গরিব-ধনীর বৈষম্য কমানো, মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত করা, বেকার তরুণ-তরুণীদের জন্য স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের সার-বীজের দাম কমানো, তাঁতীদের কাঁচামালের দাম কমানো এবং উৎপাদিত পণ্য ও ফসলে ন্যায্য মূল্য নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। উন্নত, আধুনিক ও নিরাপদ কালিহাতী গড়ার জন্য জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।











