ভারতের রাজধানী দিল্লির মুস্তাফাবাদ এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোররাতে স্থানীয় সময় প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১৪ জনকে।
দিল্লি পুলিশ জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনও ৮-১০ জন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF), দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশ।
ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয়। পুরো ভবনটি ধসে পড়েছিল, এবং অনেকে আটকা পড়ে গিয়েছিল।
ঘটনার সঠিক কারণ এখনো জানা না গেলেও, দিল্লির কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টির পরই এ ভবন ধসের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।