খাগড়াছড়ির দীঘিনালায় এক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা (মানিক) (৪৮) এবং সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ (৩৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমের মতবিনিময়সভা থেকে ফেরার পথে ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ঘনশ্যাম ত্রিপুরা মানিককে গ্রেপ্তার করা হয় দীঘিনালা থানা পুলিশ। অপরদিকে দীঘিনালা থানা বাজার থেকে সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ (৩৭)-কে গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার মেরুং ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড ভৈরফা নোয়াপাড়ার বাসিন্দা হরিপদ ত্রিপুরার ছেলে ঘনশ্যাম ত্রিপুরা মানিক ও থানাপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে মো. এরশাদ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘনশ্যাম ত্রিপুরার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, ‘আটক দুজনকে পূর্বের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।’