টাঙ্গাইলের দেলদুয়ারে আশ্রয়ন প্রকল্পের একটি ঘর থেকে রাফি মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার লাউহাটী ইউনিয়নের চর লাউহাটী আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে।
রাফি মিয়া ওই এলাকার মো. রানা মিয়ার ছেলে, যিনি পরিবারসহ আশ্রয়ন প্রকল্পের বরাদ্দকৃত ঘরে বসবাস করতেন।
দেলদুয়ার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খান জানান, বসতঘরের ধন্যার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাফির মরদেহ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং পরদিন (১৭ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (UD case) দায়ের হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।