টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নে ডাচবাংলা এজেন্ট ব্যাংকের নাম ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এজেন্ট হানিফ সরকার। শত শত গ্রাহক বিশ্বাস করে এজেন্ট ব্যাংকে টাকা জমা দিলেও এখন সেই টাকার আর কোনো হদিস পাচ্ছেন না।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে হানিফ সরকার গ্রাহকদের প্রলোভন দেখিয়ে ব্যাংকে টাকা গ্রহণ করলেও প্রকৃতপক্ষে জমার প্রমাণ হিসেবে দিতেন “আরকেবিএসএস” নামের একটি এনজিওর পাস বই। ফলে গ্রাহকরা এখন ব্যাংকে টাকার কোনো প্রমাণ উপস্থাপন করতে পারছেন না।
ডাচবাংলা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অভিযোগের ভিত্তিতে পাথরাইল এজেন্ট ব্যাংক শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, এজেন্ট হানিফ সরকারের জামানত ও কমিশন ছাড়া কোনো গ্রাহকের জমাকৃত টাকা ব্যাংকে নেই। ফলে এই প্রতারণার দায়ভার ব্যাংক নেবে না।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকশ গ্রাহক এক লাখ টাকা জমা দিলে প্রতি মাসে এক হাজার টাকা লাভের প্রতিশ্রুতি পেতেন। অনেকে প্রবাসী পরিবারকে টার্গেট করে টাকা সংগ্রহ করেছেন হানিফ সরকার। জমিজমা বন্ধক রেখে অনেকে টাকা জমা দিয়েছেন। বর্তমানে হানিফ সরকারের সব ফোন বন্ধ এবং তিনি পলাতক রয়েছেন।
ভুক্তভোগীরা জানাচ্ছেন, প্রায় ২০ কোটি টাকার প্রতারণায় তারা পথে বসেছেন। অনেক পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে এবং দ্রুত সরকারি হস্তক্ষেপ ও টাকার সুরাহা চান।