টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় রাজমিস্ত্রি শ্রমিকের পাওনা টাকা না দেওয়ায় হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শ্রমিক ও এলাকাবাসী। শুক্রবার (১১ জুলাই) বিকেলে পাথরাইল ইউনিয়নের চন্ডিপাড়া পানি ট্যাংকি মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী শ্রমিকরা ও স্থানীয় শ্রমিক অফিস। বক্তারা অভিযোগ করেন, গত ৭ জুলাই রাজমিস্ত্রি পলাশ মিয়া ও তুষার মিয়া তাদের মজুরির টাকা চাইতে গেলে বাড়ির মালিক তাদের উপর হামলা চালান। উল্টো শ্রমিকদের নামে মিথ্যা মামলাও দায়ের করা হয় বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী শ্রমিক পলাশ মিয়া, তুষার মিয়াসহ স্থানীয় শ্রমিক ও এলাকাবাসী। এ সময় দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।