দেলদুয়ার প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ দুইজনের উপর হামলার মামলায় গতকাল রোববার উপজেলার এলাসিন ইউনিয়নের আগএলাসিন গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে আলামিন (৩০) নামের একব্যক্তিকে গ্রেফতার করেছে দেলদুয়ার থানা পুলিশ।
উল্লেখ্য উপজেলার ধলেশ্বরী নদীর উপর নির্মিত শামছুল হক সেতুর আশ-পাশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে একটি প্রভাবশালী চক্র।
এ ব্যাপারে গত ২৪ জানুয়ারী দুপুরে মাটি কাটা বন্ধ করতে মোবাইলকোর্ট পরিচালনা করার উদ্দেশ্যে সহকারী কমিশনার (ভূমি) সূচি রানী সাহা ও তার টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই শামছুল হক সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বের সড়কে মাটি উত্তোলনকারীরা লাঠিসোটা নিয়ে আদালত পরিচলনাকারীদের উপর হামলা চালায়।
এ হামলায় মোবাইল কোর্ট পরিচালনাকারী টিমের সদস্য এলাসিন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) শাহাদত হোসেনসহ নিরাপত্তা কর্মী মো. রাজু আহম্মেদ গুরুতর আহত হন।
এসময় মাটি বহনের কাজে নিয়োজিত ১টি ট্রাক ও ১টি ট্রাফি ট্রাক্টর আটক করা হয়।
এই হামলার ঘটনায় ২৫ জানুয়ারি ১১ জনসহ অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করে দেলদুয়ার থানায় একটি মামলা করা হয়।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, মোবাইল কোর্ট পরিচালনাকারী টিমের সদস্যদের উপর হামলার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার