বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩৫ শতাংশ, আর এককভাবে ছাত্রশিবিরের ৩১ শতাংশ কর্মী গুমের শিকার হয়েছেন। এখনও আমাদের সংগঠনের ছয়জন কর্মী নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, “মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করেই চরিত্র গঠন করতে হবে। ছাত্রসমাজকে নৈতিকতা, জ্ঞান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সিরাত সেমিনার ও সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদ, জেলা শিবিরের নেতৃবৃন্দ ও স্থানীয় শিক্ষার্থীরা।











