জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটছে এবং এর দোসররা দাপিয়ে বেড়াচ্ছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে বনানীতে দলটির বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, “মিডিয়া হাউজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান—সব জায়গাতেই নব্য ফ্যাসিবাদ দখল করছে, চাঁদাবাজি করছে।”
এ সময় তিনি রক্ত দিয়ে হলেও এই ফ্যাসিবাদ প্রতিরোধের আহ্বান জানান। বলেন, “যেখানে বাধা আসবে, সেখানেই প্রতিরোধ গড়তে হবে। প্রয়োজনে জীবনও দিতে হবে।”
তিনি আরও মন্তব্য করেন, “নব্য ফ্যাসিবাদ রুখে দিতে না পারলে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার হুমকির মুখে পড়বে।”
সভায় দলটির শীর্ষ নেতারা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।