দেশের চারটি বিভাগে আগামী চার দিন ধরে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের সব বিভাগেই বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
রোববার (২০ জুলাই) সকাল ৯টা থেকে আগামী ২৪ জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য বিভাগেও দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ে দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং দেশের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনাও রয়েছে, যা বৃষ্টির প্রবণতা আরও বাড়াতে পারে। ফলে সবারই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।